ঢাকা : আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় আজ মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পৌঁছাবে। তার আইনজীবী শিশির মনির আশাবাদ ব্যক্ত করেছেন, রায়ের পর দ্রুততম সময়ে বাবর মুক্তি পাবেন।
মঙ্গলবার, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী শিশির মনির বলেন, "আজ বাবর মুক্তি পেতে পারেন।"
এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী শিশির মনির।
প্রসঙ্গত, গত বছর ১৮ ডিসেম্বর একই ঘটনার অন্য একটি মামলায় বাবরসহ ছয়জনকে মৃত্যুদণ্ড থেকে খালাসের আদেশ দিয়েছিলেন একই হাইকোর্ট বেঞ্চ।
এখন, একাধিক মামলা থেকে মুক্তি পাওয়ার পর বাবরের আজকের মুক্তি নিশ্চিত হওয়ার পথে রয়েছে, যা তার আইনজীবীদের মতে একটি বড় বিষয়।