ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় খালাস দিয়েছেন। এই মামলার রায় আজ, ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে ঘোষণা করা হয়।
২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর ওপর অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ১-এর নিচে তিন্নির মৃতদেহ পাওয়া যায়, যা প্রথমে অজ্ঞাতনামা হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু হয়। পরবর্তীতে, ২০০৮ সালে পুলিশ তদন্ত শেষে গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগে বলা হয়, অভি তার প্ররোচনায় তিন্নিকে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন, পরে তিন্নি অভির বিরুদ্ধে সংবাদমাধ্যমে তথ্য প্রকাশের হুমকি দেন। অভি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পর মৃতদেহ গুম করে সেতুর কাছে ফেলে দেন।
অভি বর্তমানে কানাডায় পলাতক রয়েছেন এবং তিনি এই মামলায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি চিঠি মাধ্যমে জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে এবং তিনি আইনের শাসনে বিশ্বাসী।
এদিকে, রাষ্ট্রপক্ষ খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে।