আজ (১৩ জানুয়ারি ২০২৫), দুপুরে বাংলাবাজারে প্রকাশনা শিল্পের সাধারণ প্রকাশকরা একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। তারা  শেখ হাসিনা সরকারের দোসর ও প্রকাশকদের প্যাভিলিয়ন ও স্টল বাতিলের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া কমানো এবং অবৈধভাবে মুনাফা অর্জনকারী প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। তারা বইমেলা কমিটিকে সতর্ক করেন, যাতে কোনো দালাল প্রকাশককে সুযোগ না দেওয়া হয়। এছাড়া তারা স্বৈরাচারের দোসরদের সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করারও অঙ্গীকার করেন।

বিশেষত, বিক্ষোভের মাধ্যমে প্রকাশকরা একযোগে ঘোষণা করেছেন যে, তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না বইমেলা সুষ্ঠুভাবে শেষ হয় এবং কোনো দোষী প্রকাশককে ছাড় দেওয়া হয়।

আগামীকাল, ১৪ জানুয়ারি ২০২৫, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রকাশকবন্ধন’ এর আয়োজনে একটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে সকল প্রকাশকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ইকবাল হোসেন সানু (লাবনী), মিজানুর রহমান সরদার (শিকড়), মিজানুর রহমান (শোভা প্রকাশনী), শরিফুল হক শাহজী (শাহজী প্রকাশনী), আহমেদ মাসুদুল হক (উত্তরণ), মোরশেদ আলম হৃদয় (বাবুই প্রকাশনী), জাকির হোসেন ভূইয়া (মাইক্রোটেক) ও এস. এম. মহির উদ্দিন (কলি প্রকাশনী) প্রমুখ।

বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ে আরো দৃঢ়তার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *