জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন। তারা দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের পাশাপাশি অস্থায়ী আবাসন এবং আবাসন ভাতা দেওয়ার দাবিতে অনশনে বসেছেন।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহিদ সাজিদ ভবন এবং রফিক ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন, ফলে ক্যাম্পাসে প্রবেশ করা কোনো যানবাহনের জন্য বন্ধ হয়ে গেছে। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খুলে রাখা হয়েছে।
গত রবিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই আমরণ গণঅনশনে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে স্যালাইন দিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। গভীর রাতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রায় অর্ধশত ছাত্রী জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েন।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:
১. দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা
২. অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা
৩. অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করা
এ আন্দোলনের ফলে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে, এবং শিক্ষার্থীরা তাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।