তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ব্যাপারে আরও তথ্য পাওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।