আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনে উদাহরণ সৃষ্টি করার লক্ষ্য রয়েছে সরকার।
তিনি ১২ জানুয়ারি রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় জানান। রাষ্ট্রদূত নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় বাংলাদেশের উদ্যোগের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী জোরালো সমর্থন জানিয়েছেন।