বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (১৬), রনি (২১) ও সাফরান (২২) রয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বাংলামোটর রূপায়ণ সেন্টারের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান জানান, কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিতে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, যা পরে হাতাহাতির ঘটনা ঘটায়।
এদিকে, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল উত্তেজনা। পদপ্রত্যাশী অনেকেই পদ না পাওয়ায় এর আগেই ঝামেলা তৈরির হুমকি দিয়েছিল। ৮টার দিকে তর্ক-বিতর্ক বাড়তে থাকলে, অফিস বন্ধ করে দেওয়া হয়। এরপর সংঘর্ষে কয়েকজন আহত হন।