বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয়ে অভিযোগ তুলে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সমস্যার সমাধানে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, “পণ্যের উচ্চমূল্যে মানুষ দিশেহারা, এবং প্রতিদিনের খরচ মেটাতে জনগণকে সংগ্রাম করতে হচ্ছে।”
১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী আরও বলেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের দুরবস্থা সৃষ্টি হয়েছে এবং নতুন ভ্যাট বৃদ্ধির ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ আরও বেশি চাপের মধ্যে পড়বে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে এবং এই সময়ে ভ্যাট বাড়ানো আত্মঘাতীমূলক সিদ্ধান্ত।