ঢাকা : আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম কেন্দ্রীয় সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের পূর্বে গত শুক্রবার (১০ জানুয়ারি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই ভোটগ্রহণে সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনে অংশগ্রহণ করেন।
এ নির্বাচনে মোট ২,৮০০ জন কাউন্সিলর ভোট দেন, যাদের মধ্যে দেশে অবস্থানরত কাউন্সিলররা সশরীরে এবং প্রবাসী ও অসুস্থতার কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট প্রদান করেন।
নতুন নেতৃত্বের নির্বাচন সম্পন্ন হওয়ায় এবি পার্টি আগামীতে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্যমে কাজ করার জন্য প্রস্তুত।