সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আজ চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে লন্ডন যাওয়ার জন্য বিমানে উঠতে দেওয়া হয়নি, এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকায় তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
এছাড়া, নিপুণ আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলেও ইমিগ্রেশন পুলিশ তাকে দেশত্যাগের জন্য অনুমতি দেয়নি। তবে, তাকে আটক করা হয়নি এবং জিজ্ঞাসাবাদের পর তিনি নিজে থেকেই বিমানবন্দর ত্যাগ করেন।