ঢাকা: উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারের জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সদর দপ্তর থেকে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ সাংবাদিকদের জানান, সাবেক ওসি শাহ আলমের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে দেশের সব স্থলবন্দর, বিমানবন্দর ও অন্যান্য স্থানেও সতর্কতা জারি করা হয়েছে। মহিবুল্লাহ আশা করছেন, শিগগিরই সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
এদিকে, পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে যে, সাবেক ওসি শাহ আলমকে থানা হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল, যার ফলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনায় দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, গত বছর ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যার সাথে যুক্ত ছিলেন শাহ আলম। কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি হওয়ার পর তিনি গত বুধবার দিবাগত রাত ১২টার পর থানায় আনা হয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার দুপুরে থানার অন্দর থেকে পালিয়ে যান।