প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:০৭ পি.এম
ঢামেক মর্গে এখনও রয়েছে ৬টি অশনাক্তকৃত মরদেহ, ছাত্র আন্দোলনের শহীদ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে বর্তমানে ৬টি অশনাক্ত মরদেহ রাখা হয়েছে, যেগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত হয়েছিল। শহীদদের মরদেহগুলি এখনও শনাক্ত হয়নি, ফলে ময়নাতদন্ত শেষে এগুলো মর্গের হিমাগারে সংরক্ষিত রাখা হয়েছে।
এখানে রয়েছে আরও তথ্য:
- মরদেহের প্রাপ্ত তথ্য:
১. অজ্ঞাতনামা পুরুষ (২০)
২. অজ্ঞাতনামা পুরুষ (২৫)
৩. অজ্ঞাতনামা পুরুষ (২২)
৪. অজ্ঞাতনামা নারী (৩২)
৫. অজ্ঞাতনামা পুরুষ (৩০)
৬. এনামুল (২৫)
- ময়নাতদন্ত:
ময়নাতদন্তের ফলাফলে ৫ জনের মৃত্যু আঘাতজনিত কারণে এবং একজনের মৃত্যু ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেলের এক টিম শুক্রবার শাহবাগ থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এই ৬টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেছেন।
এই সময়ের মধ্যে, যেকোনো ব্যক্তি যদি তাদের নিখোঁজ আত্মীয়ের বিষয়ে জানতে চান, তাদের ঢামেক মর্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Copyright © 2025 Ajkerbanglanews. All rights reserved.