ঢাকা: দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে এ ঘটনায় এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সাবেক ওসি শাহ আলম হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় তদন্তাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি থানায় থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং পালানোর ঘটনায় মামলা করা হয়েছে।

ওসি শাহ আলম ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল, বিশেষ করে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *