রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন সাবেক বিডিআর সদস্য এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে সকালে শহিদ মিনারে অবস্থান করে তারা বিক্ষোভ করেন এবং একাধিক দাবি তুলে ধরেন। তাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দি সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনঃবহাল এবং পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, বিগত সরকারের “নীল নকশায়” পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।
এছাড়া তারা পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিপূরণের দাবি এবং ২৫শে ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবি জানান।