ঢাকা : গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখে বগুড়া সদরে একটি যৌথ অভিযান চালিয়ে ভুয়া সামরিক পরিচয়পত্র তৈরির অভিযোগে ৮ জন ব্যক্তিকে আটক করেছে। অভিযানে বেশ কিছু প্রিন্টিং দোকান থেকে অপরাধীদের আটক করা হয় এবং জব্দ করা হয় ভুয়া পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাধ স্বীকার করেছে।

এ ধরনের জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ, তাই সাধারণ জনগণকে এসব অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *