ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের কক্ষে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে প্রধান ফটক দুটি তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। এতে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।
এদিকে, বিডিআর বিদ্রোহের বিচারের জন্য আলিয়া মাদ্রাসায় আদালত বসানোর প্রতিবাদে বুধবার রাত থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তারা টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর ফলে আদালতের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়।
পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের পুনর্বহাল, পুনঃতদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে বুধবার সকালে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়া, বৃহস্পতিবার শাহবাগেও ব্লকেড করার ঘোষণা দিয়েছেন তারা।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমানে, বিডিআর বাহিনীটির নাম পরিবর্তন হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হয়েছে।