প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করা আমাদের কাজ নয়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

তিনি আজ মৌলভীবাজারে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন।

কর্মশালায় তিনি আরও বলেন, “ভয়ের কোনো কারণ নেই। কারো পক্ষ নিয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করছে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন।”

এছাড়াও, সিইসি ভোটার নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “এবার আগের মতো ভোট হবে না, প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন।”

এই অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *