বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, লন্ডন পৌঁছেছেন। বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর সরাসরি মায়ের সঙ্গে দেখা করেন তারেক রহমান। বিমানবন্দরে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হতে পারে।
গত ৭ জানুয়ারি, রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে, কাতারের দোহা হয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতা, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি বহুবার চিকিৎসা গ্রহণ করেছেন, এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছেন।
এটি তার দীর্ঘদিন পর চিকিৎসার জন্য লন্ডন যাত্রা, যা ২০১৭ সালে শেষ হয়েছিল।