বুধবার (৮ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের মামলার বিচারকাজ আগামী বৃহস্পতিবার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে শুরু হবে।
এতে বলা হয়, বিডিআর সদর দপ্তরের পিলখানা এলাকায় ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে বিচারকার্য চলছিল। তবে গত বছর ছাত্র আন্দোলনের সময় বকশীবাজার আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং নিরাপত্তার অভাবের কারণে বিচার কার্যক্রম স্থগিত ছিল। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপনের ফলে, আসামিদের আনা-নেওয়া সহজ হবে এবং নিরাপত্তা আরও নিশ্চিত হবে।