বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেপজা (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) কে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিদেশে বাংলাদেশের প্রচার বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বেপজাকে নতুন বিনিয়োগ আকর্ষণ করতে উদ্যোগী হতে হবে। এদিকে, বেপজার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ৬ জানুয়ারি ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।
এ সময়, প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গ্যাস অনুসন্ধান এবং সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকে জ্বালানি আমদানির মাধ্যমে সুবিধা নেওয়ার সম্ভাবনা দেখতে হবে।” এছাড়া, সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনসহ পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিতে বলেন তিনি।
প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার জন্য একটি বিশেষ টিম গঠন করতে বলেছেন, যাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো যায় এবং বাংলাদেশকে সারা বিশ্বে তুলে ধরা যায়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার জন্যও পরামর্শ দিয়েছেন। বিদেশে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের, বিশেষ করে যারা চীন ও জাপানে আছেন, তাদেরকে যুক্ত করে এই প্রচারণা চালানো যেতে পারে বলেও তিনি জানান।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব এসেছে, যা দেশের অর্থনৈতিক অবস্থা ও বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয়।
এছাড়া, প্রধান উপদেষ্টা আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের ভাষাগত সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশে থাকা বিদেশী শিক্ষার্থীরা সহায়ক ভূমিকা পালন করতে পারে।