ফরিদপুরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নিহত হন ঘটনাস্থলে, আর বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
আজ (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাওয়ার পথে মাইক্রোবাসটির সাথে সংঘর্ষে ঘটে। মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে যাচ্ছিল এবং দুর্ঘটনাস্থলে একটি অবৈধ রেলক্রসিং ছিল, যেখানে রেল বিভাগ কোনো তত্ত্বাবধান বা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে না।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্য সালমান হোসেন জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তারা তিনটি মৃতদেহ উদ্ধার করেছেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি খাদে পড়ে যায় এবং উদ্ধার কার্যক্রম শেষ হয়। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও ছিলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নেওয়া দুইজন নারী মারা গেছেন এবং বাকিদের চিকিৎসা চলছে।
ফরিদপুর রেলের স্টেশন মাস্টার তাকদির হোসেন জানান, গেরদায় কোনো অনুমোদিত রেলক্রসিং না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।