পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামক ৪তলা একটি ভবনের দোতলায় আজ সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে ভবনের একটি ‘ল’ চেম্বারে।
এ তথ্য পাওয়ার পর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর সকাল সাড়ে ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট হয়নি এবং ফায়ার সার্ভিস এ বিষয়ে তদন্ত শুরু করেছে।