ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, কোদলা নদীটি বাংলাদেশের ৪.৮ কিলোমিটার এলাকায় প্রবাহিত হলেও আগে বিএসএফের চাপের কারণে স্থানীয়রা সেখানে কাজকর্ম করতে পারতেন না। তবে সম্প্রতি বিএসএফের সঙ্গে আলোচনা করে নদীটির দখল বাংলাদেশের হাতে তুলে নেয়া হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন স্বাধীনভাবে নদীতে মাছ ধরতে ও অন্যান্য কার্যক্রম চালাতে পারবেন।
এছাড়া, সংবাদ সম্মেলনের পর নদীর ধারে এসে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, পূর্বে বিএসএফের বাধার কারণে নদীতে নামতে পারতেন না, কিন্তু এখন তারা নিশ্চিন্তে মাছ ধরতে এবং গোসল করতে পারছেন।