বাংলা একাডেমি পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৯৯তম ব্যাচের প্রশিক্ষণ ক্লাস আজ, ৫ই জানুয়ারি ২০২৫ রবিবার বেলা ৩:০০টায় একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠিত হয়।
এতে ১৮৪ জন শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করবেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি. এম. মিজানুর রহমান এবং প্রশিক্ষণ উপবিভাগের উপপরিচালক মোসাম্মৎ শামীমা আক্তার।
প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য হলো তথ্যপ্রযুক্তির আধুনিক চাহিদা মেটাতে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। একাডেমি কর্তৃপক্ষ আশা করে, এই প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের একদিকে যেমন প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান দেবে, তেমনি তাদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি করবে।