বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন। অভিনেতা মিশা সওদাগর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গত ১৩ দিন ধরে প্রবীর মিত্র অক্সিজেন-স্বল্পতা সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২২ ডিসেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চায় যুক্ত ছিলেন। তিনি স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘‘ডাকঘর’’ নাটকে অভিনয় করেছিলেন, যা তার নাট্যজীবনের সূচনা। দীর্ঘকাল ধরে চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি শখের পাশাপাশি নিজেকে দর্শকদের কাছে পরিচিত করেন।
প্রবীর মিত্র বাংলাদেশের নাটক এবং চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তার মৃত্যু বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একটি বড় শূন্যতার সৃষ্টি করবে।