ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৫ বছরে বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া, গ্রেফতার হয়ে কারাবন্দি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগের শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং তার প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেন এবং ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসন পতন হয়। এরপর, আওয়ামী লীগ সরকার ও দলীয় ক্যাডাররা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়।