সুপ্রিম কোর্টের আপিল বিভাগ (৫ জানুয়ারি,২০২৫) রোববার চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চার মামলার কার্যক্রম বাতিল ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছে। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম বাতিল ঘোষণা করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করেছিল, যা এখন খারিজ করা হয়েছে।