টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৯ নম্বর আসামি সাদপন্থী নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে শরীয়তপুরের পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শফিউল্লাহ, যিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে, মুগদা বড় মসজিদের খতিব এবং সাদপন্থীদের নেতা। পুলিশ জানায়, তাকে টঙ্গী পশ্চিম থানার একটি টিম গ্রেপ্তার করে টঙ্গী নিয়ে এসেছে। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান তার নেতৃত্বে গ্রেপ্তারের কাজটি সম্পন্ন করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “শফিউল্লাহকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমাদের টিম তাকে টঙ্গী নিয়ে এসেছে।”
এখন পর্যন্ত এই ঘটনায় আরও কিছু আসামি পলাতক রয়েছে, এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।