রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কার্যক্রম স্থগিত থাকবে।" এই সিদ্ধান্তের ফলে, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আরেকটি বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।
এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছে যে, আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার পর সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীদের অবহিত করা হবে।