আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ সপ্তাহব্যাপী চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার তথ্য সংগ্রহের কাজ। নির্বাচন কমিশন এসময় ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম এবং বিগত তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের নাম কর্তন করবে।

শরীফুল আলম জানিয়েছেন, ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবেন। এর মধ্যে নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করা হবে।

এরপর, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রগুলোতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, যেখানে বায়োমেট্রিক গ্রহণসহ ভোটারদের নিবন্ধন করা হবে। এছাড়া, ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তর ও মৃত ভোটারদের নাম কর্তনসহ অন্যান্য তথ্য আপলোড করা হবে।

এই কার্যক্রমে ৫ মে থেকে খসড়া ভোটার তালিকা প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *