পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) রবিবার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় তাদের হাতে ছিল ব্যানার এবং তারা স্লোগান দিচ্ছিলেন, “লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।”
এছাড়াও, জানা গেছে যে, অবস্থানরত পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। এই আলোচনা এখনও চলমান রয়েছে।
প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে ৮৫৭ জনের মধ্যে ৮২৩ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যার মধ্যে পুরুষ ২৮৮ জন এবং নারী ৩৩ জন।