রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা শফিকুল আলম এই মন্তব্য করেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র প্রস্তুত করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। তিনি আশা প্রকাশ করেন যে, এই ঘোষণা পত্রে সবার প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
শফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি বলেন, যদি তা সম্ভব না হয়, তবে পরবর্তী সরকারও এই প্রচেষ্টা অব্যাহত রাখবে, কারণ এটি জাতির আকাঙ্ক্ষা ও দায়। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে, কারণ তিনি দেশ থেকে নানা ধরনের অপরাধে জড়িত, যার মধ্যে বিডিআর হত্যাকাণ্ড, শাপলাচত্বর হত্যাকাণ্ড, সাঈদীর ফাঁসির রায় পরবর্তী হত্যাকাণ্ডসহ অন্যান্য গুরুতর অপরাধ রয়েছে।
সাগর-রুনি হত্যা কাণ্ড নিয়ে শফিকুল আলম বলেন, পিবিআই যথেষ্ট পরিশ্রম করছে এবং নতুন করে ২৫-৩০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি আশা করেন, পিবিআই সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে সক্ষম হবে।