বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাচ্ছেন। তার আগে আজ (৫ জানুয়ারি) রাত ৮টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন, যা রাজধানীর গুলশানে তার বাসভবনে অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর সেখান থেকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তিনি প্রায় দুই মাস লন্ডনে অবস্থান করবেন।খালেদা জিয়ার শেষ বিদেশ সফর ছিল ২০১৭ সালে।