প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এতদিন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল। পুরো দেশের মানুষ এখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, এতদিন তাদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল।”

এসময় রূপা হক আগামী নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তিনি নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত হয়েছেন বলে জানান।

অধ্যাপক ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে- একটি হলো এই বছরের ডিসেম্বর, আর অন্যটি আগামী বছরের মাঝামাঝি। তিনি বলেন, জনগণ কতটুকু সংস্কার চায়, তা নির্ভর করে নির্বাচনের সময়।

রূপা হক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন, যাতে তিনি আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন। সাক্ষাতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *