বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগ কর্মসূচি পালন করবে, যার মাধ্যমে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ নিয়ে জনগণের প্রত্যাশা জানানো হবে।
ঢাকার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, “প্রোক্লেমেশন অব রিভ্যুলেশনের পক্ষে ৬ থেকে ১১ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে জনসংযোগসহ অন্যান্য কর্মসূচি পরিচালিত হবে।” তিনি আরও বলেন, “অভ্যুত্থানে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে এবং এই ঘোষণাপত্রে জনগণের আকাঙক্ষা প্রতিফলিত হবে।”
তিনি সরকারের কাছে আহ্বান জানান, “ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের সঙ্গে সকল অংশীজনের আলোচনা প্রয়োজন এবং আমরা এই বিষয়ে সরকারের সহযোগিতা করতে প্রস্তুত।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, এবং শিগগিরই কাজ শুরু না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”