অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা রহমান। শনিবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অঞ্জনা রহমান গত ১০ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসায় আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় তাকে বুধবার রাতে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ১৫ দিন আগে অসুস্থ হওয়ার পর প্রথমে তার শরীরে জ্বর ছিল, পরে রক্তে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্রে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও, তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। 'পরিণীতা' ও 'গাঙচিল' সিনেমায় অভিনয়ের জন্য তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এছাড়াও, তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সুপরিচিত মুখ ছিলেন এবং দেশে ও বিদেশে অনেক যৌথ প্রযোজনা সিনেমায় কাজ করেছেন।