ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা করার আল্টিমেটাম দিয়েছেন।
বিক্ষোভকারীরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে সমাবেশ করেন। এ সময় তারা “ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা”, “এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার”, “দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে” সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, “গণতান্ত্রিক ডাকসুর যারা বিরোধিতা করেন, তাদের জায়গা এই ক্যাম্পাসে হবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, “৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা শিক্ষার্থী নির্যাতনের আর পুনরাবৃত্তি চাই না।”
শিক্ষার্থীদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠার পক্ষে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।