আজ বৃহস্পতিবার একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর খেলা। তবে, খেলার শুরু আগে মিরপুরে টিকিট প্রাপ্তি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। সকাল থেকে দর্শকরা মিরপুরের সুইমিং কমপ্লেক্সে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। অনলাইনের পাশাপাশি বুথে টিকিটের ব্যবস্থা ছিল বিসিবির, তবে নির্ধারিত সময়ের পরেও টিকিট না পেয়ে দর্শকরা ক্ষিপ্ত হয়ে পড়েন।
সাড়ে এগারোটা নাগাদ, বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে তারা গেট ভেঙে বুথে প্রবেশ করে ভাঙচুর চালান। উত্তেজিত দর্শকরা একপর্যায়ে আগুন ধরিয়ে দেন সেখানে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলে উপস্থিত হয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।