সম্প্রতি ‘টাইমস অ্যালজেব্রা’র এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্টে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সরকার হিন্দুদের সরকারি চাকরিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। তবে, এই দাবি নাকচ করে দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এটি সম্পূর্ণ মিথ্যা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট “সিএ প্রেস উইং ফ্যাক্টস”-এ বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এক্স”-এর এই পোস্টে উল্লিখিত তথ্য সঠিক নয়। সরকার কর্তৃক কোন ধর্মীয় ভিত্তিতে বৈষম্য করা হয় না এবং সরকারি চাকরিতে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয় যে, পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিও মিথ্যা। বাংলাদেশ সরকার দেশের সকল নাগরিককে সমান সুযোগ প্রদান করে, এবং এটি ধর্মীয় কিংবা জাতিগত পরিচয়ের ওপর নির্ভর করে না।
এভাবে, বাংলাদেশ সরকার এই মিথ্যা খবরের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, এবং নিশ্চিত করেছে যে দেশের সরকারী চাকরিতে সকল নাগরিকের প্রবেশাধিকার সমানভাবে রয়েছে।