ঢাকা : জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধন করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজ সেবক প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ সকালে, সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত হন তিনি।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, “সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া যেন কেউ এই দায়িত্ব ভুলে না যায়।” তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের মধ্যে পরের কল্যাণে কাজ করার প্রবণতা রয়েছে, যা জাগিয়ে তুলতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে পরের কল্যাণে কাজ করায় অধিক আনন্দ মেলে।

প্রধান উপদেষ্টা সকলকে দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি, এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি বক্তৃতা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *