রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আদালত এ আদেশ দেন।
এদিন শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল, যার নেতৃত্ব দেন অপূর্ব কুমার ভট্টাচার্য। জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি জানান, “আমরা সবকিছু শুনেছি এবং আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।”
এদিকে, চিন্ময় দাসের শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বিচারপ্রার্থীদের আদালতে প্রবেশের আগে কাগজপত্র যাচাই করা হয়।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করেছিল এবং পরবর্তী সময়ে ৩ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। তবে ওই দিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং রাষ্ট্রপক্ষও সময়ের আবেদন করে। ফলে ২ জানুয়ারি শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।