বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭২ সালের ৪ মে, কাজী নজরুল ইসলামের ঢাকায় আগমনের তারিখ থেকে তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন আজ প্রকাশ করা হয়েছে।
গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের জনগণের কাছে জানানো হয়।
১৯৭২ সালে কলকাতা থেকে সপরিবারে ঢাকায় আনা হয় কাজী নজরুল ইসলামকে। তিনি ধানমন্ডির ২৮ নম্বর সড়কের একটি বাড়িতে বসবাস শুরু করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে নাগরিকত্ব প্রদান করে এবং একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে।