ঢাকা : আজ (২ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
এসময়, সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এর পরিণতিতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ (মূল) এর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।
পরে, তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ১টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ১টি ওয়াকি-টকি সেট এবং ১২টি মোবাইল ফোন।
সেনাবাহিনী পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।