ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "এতদিন পর্যন্ত আমাদের জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে।"
আজ রাজধানীর একটি সমাবেশে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "১৫ জানুয়ারির মধ্যে আপনাদের জেলায় জেলায় পাড়া–মহল্লায় এই ঘোষণাপত্রের পক্ষে মানুষের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং তাদের মতামত সংগ্রহ করবেন।"
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "আমরা আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে এই লড়াই চালিয়ে যাব।" তিনি সবাইকে একত্রিত হয়ে আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি জানান, "১৫ জানুয়ারিতে আমরা আবার একত্রিত হব এবং আমাদের ঘোষণাপত্র নিয়ে সামনে এগিয়ে যাব।"
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন 'জুলাইয়ের প্রোক্লেমেশন' নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, সব রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে, সরকার ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।"
সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিজয় হিসেবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, "আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ১৫ জানুয়ারির মধ্যে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে।"
এদিকে, আগামী ১৫ জানুয়ারি ঘোষণাপত্র প্রকাশের জন্য ছাত্র আন্দোলন ও সরকারের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে, যা দেশের রাজনৈতিক চিত্রে নতুন একটি দৃষ্টিকোণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।