বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রশাসন জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, পাশাপাশি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার, ২ জানুয়ারি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখে ইন্তেকাল করা হাসান আরিফের মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শোক প্রকাশ করেছেন এবং মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ. এফ. হাসান আরিফের অবদান বাংলাদেশের আইনি ও প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষত ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে তাঁর কর্মজীবন কৃতিত্বপূর্ণ ছিল।