ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে আজ সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে শুরু করেছেন সারা দেশের শিক্ষার্থীরা। তাদের মূল লক্ষ্য হলো ফ্যাসিবাদবিরোধী শপথ গ্রহণ এবং সারা দেশে একতার আহ্বান জানানো।
আজ ভোর থেকে শহীদ মিনারের প্রাঙ্গণে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা সোমবার রাত থেকেই ঢাকার দিকে রওনা দেন। উত্তরের জেলা যেমন পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা সকাল ৭টার মধ্যেই শহীদ মিনারে উপস্থিত হন। তারা এদিন ঐক্যের শপথ নেবেন, যা ফ্যাসিবাদ, বৈষম্য এবং অন্যান্য সমাজিক অসঙ্গতির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশে রাজনৈতিক আলোচনা তুঙ্গে পৌঁছায়। ঘোষণাপত্রটি নিয়ে নানা রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ অবস্থায়, ৩১ ডিসেম্বর দুপুরে শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির আয়োজন করা হয়, যা সামাজিক সমতার দাবিতে জনগণের মধ্যে ঐক্য গড়ার জন্য পরিকল্পিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা সমাজে বৈষম্য এবং অন্যায় শাসন ব্যবস্থার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে চান। সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা আরও জানান, তারা শুধু ছাত্রদেরই নয়, বরং দেশের সকল নাগরিকদের একত্রিত করে একটি ফ্যাসিবাদবিরোধী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে উদ্বুদ্ধ।
এদিকে, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন এবং তার পরবর্তী কার্যক্রম দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।