বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ২৫টি বাস মোল্লাহাট অতিক্রম করার সময় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার সময় পুলিশ নিরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
অভিযোগ রয়েছে, স্থানীয়রা হামলাকারীদের সহযোগিতা করেছে এবং পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আন্দোলনকারীরা দাবি করেছেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া চালানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।