বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ শুরু হওয়ার দিনেই ঘটে গেছে বড় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতকাল (রবিবার, ২৯ ডিসেম্বর) টিকিট না পাওয়া নিয়ে দর্শকদের ক্ষোভের প্রতিবাদে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাপক বিক্ষোভ ঘটে। বিশেষ করে, মিরপুরে উপস্থিত কিছু দর্শক স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেন। এ ছাড়া, তারা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িটিও আটকে দেন।
বিসিবি গত রোববার এক বিবৃতিতে জানায়, এবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট শুধুমাত্র অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলিতে পাওয়া যাবে। কিন্তু মধুমতি ব্যাংকের শাখাগুলিতে যথেষ্ট টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা।
বেলা ১১টা নাগাদ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ দর্শকরা। পরিস্থিতি দ্রুত উত্তেজনাকর হয়ে ওঠে, এবং কিছু দর্শক স্টেডিয়ামের ব্যানার ও ফেস্টুন ভেঙে ফেলেন। মুহূর্তের মধ্যে শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালানো হয় এবং কয়েকটি লোহার গেট ভেঙে ফেলা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও, বিপিএল শুরুর দিন এটি একটি বড় আঘাত হিসেবে দেখা দেয়। আজকের (সোমবার) প্রথম ম্যাচে মাঠে নামছে দুর্বার রাজশাহী এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।