চট্টগ্রামে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো বাধা দেবে না, কারণ দলটির রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত রাজনৈতিক বা আদালতের।
এছাড়া, সিইসি উল্লেখ করেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তাদের ওপর কোনো ধরনের বাহ্যিক চাপ নেই, এমনকি ডান-বাম বা আন্তর্জাতিক চাপেরও কোনো প্রভাব নেই। তবে, তিনি বলেন, এ দেশে ভালো নির্বাচন বা খারাপ নির্বাচন, দুটোই সম্ভব।
নির্বাচন কমিশনের কার্যক্রমে কোনো ধরনের শাস্তি আরোপ করার চিন্তা তাদের নেই, কারণ নির্বাচন কমিশন এখনও সংস্কারের সুপারিশনামা পায়নি।
ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কেও সিইসি বলেন, তারা ভোটারদের আস্থাহীনতা দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং আশাবাদী যে, আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করা সম্ভব হবে।