ঢাকা : বাংলাদেশ সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০% বাড়িয়ে ৩৫ হাজার টাকা নির্ধারণ করেছে। আগামী ১ জুলাই থেকে এই ভাতা কার্যকর হবে। এর আগে, ২৩ ডিসেম্বর থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের ভাতা ২০% বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

এছাড়া, ২০২৫-২৬ অর্থবছর থেকে আগামী ১ জুলাইয়ের পর বিএসএমএমইউ এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানের চিকিৎসকদের ভাতা আরও ৫ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকা হবে।

এই একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *